20 July 2024

কারা ডিম খাবেন না?

credit: istock

TV9 Bangla

প্রোটিন, ভিটামিন, মไিনারেলে ভরপুর হয় ডিম। ডিমে উপস্থিত ভিটামিন ডি, অ্যামিনো অ্যাসিড স্বা𒆙স্থ্যের জন্য অপরিহার্য।

ডিমের মধ্যে অনেক ধরনের পুষ্টি পাওয়া যায়। সবাই🅺 চাইলেই কিন্তু ডিম খেতে পারেন না। কিছু মানুষের জন্য ডিম বিষের মতো কাজ করে।

ডিম খেতে পারেন। অত্যধিক পরিমাণে ডিম খাওয়া একেবারেই ভাল নয়।𒐪 আর কিছু শারীরিক সমস্যা ডিম বুঝে শুনে খাওয়া উচিত। 

কোলেস্টেরলের রোগীদের একটু বুঝেশুনে ডিম খাওয়া উচিত। ১টা ডিম খেলে কোলেস্টের⭕ল বাড়ায় না। তবে, কুসুম না খাওয়াই ভাল।

বিশেষজ্ঞদের মতে, দিনে ৩-৪টে ডিম খেলে হৃদরোꦡগের ঝুঁকি বাড়তে পারে। হার্টের সমꦯস্যা থাকলে সীমিত পরিমাণে ডিম খান।

প𒀰েশি গঠনের জন্য, ফিটনেস 🍸বজায় রাখার জন্য অনেকেই ২টোর বেশি ডিম খান। অনেক সময় বেশি ডিম খেলেও কিন্তু ওজন বাড়তে পারে।

ডায়াবেটিসের রোগীরাও ডিম খাওয়🃏ার ♕আগে সাবধান। সপ্তাহে ৭টির বেশি ডিম খেলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

ন্যাশানাল এগ কোরডিশনেশন কমিটির ট্যাগ লাইন: ‘সানডে হো ইয়া মনডে, রো♍জ় খাও আন্ডে‌’। তবে, একটার বেশি ডিম না খাওয়াই ভাল।