credit: Pinterest

TV9 Bangla

27 February 2024

চিয়া বীজে অন্ধবিশ্বাস করলেই ঠকবেন!

credit: Pinterest

TV9 Bangla

বর্তমানে স্বাস্থ সচেতন মানুষের অন্যতম ভরসা চিয়া বীজ। তাই সকাল-বিকেল চিয়া সিড ভেজানো জলেই চুমুক দে💮ন তাঁর♏া।

এই বিশেষ বীজ ওজন ঝরাতে সাহায্য করে তা নিয়ে কোনও দ্বিমত নেই, তবে জানেন কি অতিরিক্ত চিয়া বীজ খেলে হিতে বিপরীত হতে প♏ারে? 

হ্যাঁ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আসুন জেনে নেওꦫয়া যাক অতিরিক্ত চিয়া বীজ খেলে কী ক্ষতি হয় শরীরের…

চিয়া বীজে রয়েছে ভরপুর ফাইবার রয়েছে। তাই অতꦚির🎐িক্ত পরিমাণে খেলে পেটের সমস্যা হতে পারে তাই মেপে খান।

চিয়া বীজে ওমেগা ৩ রয়েছে ভরপুর পরিমাণে। এই উপাদান রক্ত পাতলা করে। শরীরের পক্ষে যা ভাཧল।

কিন্তু যাঁরা দীর্ঘ দিন ধরে উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন, সে ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এ সব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনেই চিয়♓া বীজ খাওয়া যেতে পারে।

রক্তে শর্করার পরিমাণ একেবারে কমিয়ে দেয় এই বীজ। আরꦕ রক্তে শর্করার পরিমাণ একেবারে কমে গেলে কিন্তু বিপদ।

এ ছাড়া অতিরিক্ত চিয় বীজ খেলে হজমের সমস্যাও দেখা দিতে পারে।꧃ তাই অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ মেনে মেপে খেতে হবে এই বীজ।