3 August 2024

টিফিনে স্যান্ডউইচ খাওয়া কি উচিত?

credit: istock

TV9 Bangla

কখনও শুধু মাখন-চিনি দিয়ে ♎পাউরুটি খান। আবার কোনও দিন মেয়োনিজ, ডিম, কর্🍸ন দিয়ে স্যান্ডউইচ খান। পেটও ভরে যায়।

কেউ কেউ নিয়মিত টিফিনে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যান। রান্না করাও সহজ🌼 আর খেলে পেটও ভরে যায়। কিন্তু রোজ খাওয়া কি ভাল?

চিকেন বা ডিম দিয়ে স্যান্ডউইচ প্রোটিনে ভরপুর হয়। কিন্তু কায়িক পরিশ্রম কর𓃲ার এই ধরনের স্যান্ডউইচ খেলে শরীরে কোনও লাভ হয় না।

স্যান্ডউইচে চিজ, মাখন, মেয়োনিজের মতো উপাদান থাকে। এই 𝓀ধরনের স্যান্ডউইচ খেলে ওজন বাড়ে, কিডনি ও হার্টের সমস্যাಞ দেখা দিতে পারে।

নিয়মিত জলখাবারে স্যান্ডউইচ খাবেন না। এত𒅌ে ওজন বেড়ে যেতে পারে। পাশাপাশি দেহে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

সাদা পাউরুটির তৈরি স্যান্ডউইচ কখনඣওই স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয়। এতেও কিন্তু কোলেস্টেরল, সুগার, ব্লাড প্রেশার বাড়তে পারে।

পাউরুটিতে তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়। এই উপাদান অত্যꦆধিক পরিমাণে খেলে অন্ত্রের ক্ষতি। কোষ্ঠকা♔ঠিন্যের সমস্যা দেখা দিতে পারে।

স্যান্ডউইচ খেতে হলে হোল গ্রেনের তৈ🎶রি পাউরুটি, স্প্রাউট, অ্যাভোকাডো, অলিভ অয়েল, ডিম ইত্যাদি ব্যবহার করতে পারেন।