4 August 2024

হ🍌াড় 💫না নরম স্পঞ্জ বুঝতে পারবেন না! কেন, কোন রোগে এমন হতে পারে আপনারও?

credit: google

TV9 Bangla

যত দিন যাচ্ছে বাড়ছে সাধারণ মানুষের হাড়ের সমস্যা। আর্থারাইটিসের মতোই হাড়ের আরেকটি বড় রোগ 🦋হল অস্টিওপোরেসিস। এই রোগে হাড় ক্ষয় হতে হতে নরম স্পঞ্জের মতো হয়ে যায়।

হাড়ের ঘনত্ব কমে যায় এবং ছিদ্র দেখা যায়। শক্তি কমাতে কমাতে শেষে নমনীয় হয়ে যায় হাড়। কিন🔴্তু কেন হয় এই রোগ?

অস্টিওপোর🌸েসিসে আক্রান্ত কেউ পরিবারে থ😼াকলে জীনগত কারণে অল্প বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

হাইপারথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম বা অ্যামেনোরিয়া জাতীয় হরমোনে ভারসা💞ম্যে পরিবর্তন হলে এই রোগে আক্রান্ত হতে পারেন।

খাওয়া দা꧅ওয়ার সমস্যা থেকে অপুষ্টি হলেও হাড়ের উপরে তার প্রভাব পড়ে। ফলে হাড়ꦅের ঘনত্ব নষ্ট হতে পারে।

রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিলিয়াক ডিজিজের মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হলে হাড়ের উপর ক্ষতিকর প্রভাব🅰 পড়ে। যার ফলে হাড়ের ঘনত্ব নষ্ট হ൩য়ে এই রোগে আক্রান্ত হতে পারেন।

অতিরিক্ত ধূমপান, মদ্যপান, অপর্যাপ্ত শারীরিক ক্রিয়াকলাপ অথবা অনিয়মিত জীবনযাপ🌱নের প্꧟রভাব পড়ে হাড়ের উপরে।

মহিলাদের কম বয়সে ♔মেনোপজ আসলে, অনিয়মিত ঋ༒তুস্রাব হলে বা ইস্ট্রোজেনের অভাব হলে অস্টিওপোরেসিসের ঝুঁকি বাড়ে।