1 January 2024

নাকছাবি পরলেই সুস্থ থাকবে শরীর, জানুন এর গুণাগুণ

TV9 Bangla

Credit- Pinterest

নাকছাবি পরতে পছন্দ করেন অনেকেই। নি🐎ত্যনতুন নাকছাব🧜িতে নিজেকে সাজিয়ে তোলেন তাঁরা। পোশাকের সঙ্গে মিলিয়েও আজকাল নাকছাবি পড়ার চল হয়েছে।

আগে মূলত দক্♎✤ষিণভারতীয় ও মারাঠি মহিলাদের মধ্যে নাকছাবি পরার চল দেখা যেত। সারাবছর তাঁরা নাকছাবি পরে থাকেন।

দক্ষিণ ভারতের মহিলারা মূলত ডানদিকে নাকছাবি পরেন। মারাঠি⛦ মহিলারা পরেন নাথনি। যা সাধারণ নাকছাবির থেকে বেশ বড় হয়।

ভারতীয় মহিলারা যদিও বাঁ দিকেই নাকছাবি প♉রে থাকেন। ভারতীয় শাস্ত্র মতে, বাঁ দিকে নাকছাবি পরাই শুভ।

নাকছাবি যে শুধু𒅌 মহিলাদের আকর্ষণীয় করে তোলে তাই-ই নয়।  নাকছাবি পরার অনেক গুণ রয়েছে তা জানেন কি? জেনে নিন তাহলে...

নাকছাব🎐ি পরলে অবসাদ থেকে মুক্তি মেলে বলে জানা গিয়েছে। মনও ভালো থাকে এতে। তাই একবার পরে দেখতেই পারেন।

সোনার নাকছাবি পরা বেশি উপকারী। এতে একাগ্রতা ও আত্মবিশ্বাস বাড়ে বলেও জানা গিয়েছে। মু🐟খের সৌন্দর্যও বাড়ে এতে।

শুধু তাই-ই নয়, নাকছাবি আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তাই এ💜কবার নাকছা▨বি পরে দেখতেই পারেন।