30 January 2024

শীতে রোজ খেতে হবে হলুদ দুধ

credit: Pinterest

TV9 Bangla

𝔉অনিদ্রা থেকে অ্যান্টিবায়োটিক, শরীর সুস্থ রাখতে হলুদ দুধের হাজারো উপকারিতা। অনেকেই অনিদ্রার কারণে সমস্যায় পড়েন। ঘুম কম হবার কারণে জীবনযাত্রায় তার প্রভাব পড়ে।

একগুচ্ছ ওষুধ খেয়েও তা অনেক সময় হার মানে। কিন্তু হলুদ মিশ্রিত দুধ আপনাꦛকে এই সমস্যা মেটাতে সাহায্য করতে পারে।

হল✅ুদ সাধারণ এনার্জি বুস্টার হিসেবেই ধরে ন🌱েওয়া হয়। হলুদের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। তার উপর হলুদ মেশানো দুধ শরীরের ক্লান্তি দূর করে।

হলুদ ম🐷েশানো দুধ খেলে আপনার আরও একটি বড় সমস্যা দূর হবে। তা হল বয়স। বয়সের সংখ্যা হয়তো কমানো যায় না, তবে বয়েসের ছাপ দূর করা যায়। অর্থাৎ ত্বককে চকচকে রাখতে এর জুড়ি মেলা ভার।

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড🗹 থাকায়, হলুদ দুধ শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। এক্ষেত্রে যাদের অতিরিক্ত ওজনের কারণে নানা রোগ শরীরে বাসা বেধেছে, সেগুলি থেকে মুক্তি পাওয়ার অন্যতম পথ এই হলুদ দুধ।

ত্বকের রোগ এবং অ্যাল☂ার্জির ক্ষেত্রেও অব্যর্𓆉থ টোটকা এই হলুদ দুধ। পাশাপাশি পেনকিলার হিসেবেও কাজ করে এই হলুদ দুধ।

হলুদের মধ্যে অ্যান্টিসেপট♉িক ও অ্যান্টিবায়োটিক গুন রয়েছে। এখনও গ্রাম বাংলায়, আঘাত লেগে শরীরের কোনও অংশ কেটে গেলে হলুদ দেওয়া হ൲য়।

তবে হলুদ এব🔜ং দুধ এই দুটো একসঙ্গে খেলে, তা পুরোপুরি অ্যান্টিসেপটিকের কাজ করে। অপরদিকে, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে﷽ও কাজ করে হলুদ।

পাশাপাশি রক্তকে পরিষ্কার 🔯রাখে এই হলুদ। তাই হলুদ দুধ খেলে শরীরের টক্সিন দূর হয়। এবং শরীরের রক্ত সঞ্চালনও স্বাভাবিক রাখে।