শরীরের মোক্ষম দাওয়াই মেথি, কীভাবে খেলে কাজ হবে?

01 October 2023

গুণের শেষ নেই মেথি বীজের। তাই অনেকেই ⛄সকা❀লে এই মেথি বীজ ভেজানো জল খান। বলা ভাল, খালি পেটে এই জল খান তাঁরা

এই অভ্যাস ভাল না খারাপ? এই নিয়ে বহু মতবিরোধ রয়েছে অনেকের মধ্ౠযেই। আপনিও কি এই তালিকাꦚয় পড়েন? তবে জেনে নিন সঠিকটা

বিশেষজ্ঞদের মতে, এই মেথি ব👍ীজের গুণের শেষ নেই। তাই সকালে, খালি পেটে মেথি ভেজানো জল খেলে মিলবে হাজার উপকার

মেথিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে, থায়ামিন, ভিটামিন এ, ভিটামিন বি ৬, নিয়াসিন, ফোলিক অ্যাসিড,তা𝓡মা, পটাসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, দিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সেলেনিয়🦹ামের মতো খনিজ

 রোজ সকালে খালি পেটে একগ্লাস মেথির জল খেলে ওজন কমে, হজম শক্তি বৃদ্ধি হয়, ত্বক𒊎ের জেল্লা বাড়ে, হার্ট সুস্থ থাকে। এমন শারীরিক সমস্যার সমাধান হিসেবে মেথির জল অত্যন্ত উপকারী

শুধু তাই-ই নয়, হ💫জমে𓆏র সমস্যা মেটাতেও সাহায্য করে মেথি। অ্যাসিডিটির সমস্যা থাকলে রোজ সকালে মেথির জল খান। উপকার পাবেন

জানেন কি ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই মেথি। এই মেথির বীজ ডায়াবেটিস থাকে একদম নিয়ন্ত্রণে। তবে মেথির জল নয় এক্ষেত্রে অঙ্কুরিত মেথি বীজ খেলে বেশ🐲ি উপকার পাবেন

ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে মেথি। এছাড়া খুশ💯কির সমস্যা মেটাতে ম্যাজিকের মতো কাজ করে এ🍸ই মেথি। তাই রোজ সকালে চাই-ই চাই মেথির জল