19 January 2024

মুলো দেখলেই নাক সিঁটকোন?

credit: istock

TV9 Bangla

এমন অনেকেই আছেন, যারা সমস্ত সব🥀জি খান কিন্তু মুলো এক্কেবারে পছন্দ করেন না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা।

তাঁদের মতে, মুল𝓡োর মতো একটি অবহেলিত সবজিতে বিরাট উপকারিতা রয়েছে। আর তাতেই আপনি মুক🍸্তি পেতে পারেন হার্ট অ্যাটাক থেকে।

তাই যত দ্রুত সম্ভব এই সবজিকে ডায়েটে জায়গা করে দিতে হবে। তাতেই আপ𝓰নি অনেক রোগ থেকে বাঁচতে পারবেন।

মুলোয় রয়েছে ক্যালশিয়াম, ভিটামিন সি, রাইবোফ্ল্যাভিন, নিয়াসিন,💃 থিয়ামিন, ভিটামিন বি৬, ফোলেট, পটাশিয়াম, আয়রন।

এছাড়াও ম্যাঙ্গানিজ থেকে শুরু༺ করে একাধিক ভিটামিন এবং খ⛦নিজের ভাণ্ডার। শুধু তাই নয়, এই সবজি হল পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের আঁতুরঘর।

আর এই উপাদান একাধিক ঘাতক রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে। তাই সুস্থ-সবল জীবন কাটাতে ๊চাইলে ডায়েটে এই সবজি মাস্ট।

এই সবজিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ক্যালশিয়াম এবং পটাশিয়🃏াম। আর এই সমস্ত উপাܫদান হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার কাজে সিদ্ধহস্ত।

আর উচ্চ রক্তচাপের মতো জটিল অসুখকে বশে রাখতেಞ পারলে🅺 যে অনায়াসে হার্ট অ্যাটাকের ফাঁদ এড়িয়ে যেতে পারবেন, তা তো বলাই বাহুল্য।