24 August 2024

৫ খাবারে জব্দ ইউরিক অ্যাসিড

credit: istock

TV9 Bangla

ব𝕴র্তমানে বিশ্বজুড়ে পᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚ্রায় ১৫ লক্ষ মানুষ ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন। গাঁটে গাঁটে ব্যথাই বলে দেয় যে ইউরিক অ্যাসিড বেড়েছে।

দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে তা শরীর থেকে বেরোতে পারে না এবং জয়েন্টে জমা হতে থাক🌠ে। আর তখন সমস্যা দেখা🐷 দেয়।

ইউরিক অ্যাসিড বাড়লে অনেকেই মুসুর ডাল,🐷 টমেটো, ঢ্যাঁড়শ খাওয়া ছেড়ে দেন। কিন্তু কোন খাবার খেলে আদতে ইউরিক অ্য🌠াসিড কমে জানেন?

ওটস, ডালিয়া, চিয়া সিড, ফ্ল্যাক্স সিডের মতো ফাইবার সমৃদ্ধ খা꧃বার ইউরিক অ্যাসিডের মাত্রা কমায়। ফাইবার সমৃদ্ধ সবজিও খান।

প্রাণীজ প্রোটꦍিন ছেড়🐼ে উদ্ভিজ্জ প্রোটিন খান। অর্থাৎ, ডাল, দুগ্ধজাত পণ্য, দানাশস্য, শাকসবজি খেতে পারেন। এতে ইউরিক অ্যাসিড বাড়বে না।

ইউরিক অ্যাসিডে দুগ্ধজাত খাবার খেতে পারেন। তবে, ফুল ফ্যা൩ট দুধ খাবেন না। এছাড়া ট🧸ক দই, ছানা ইত্যাদি খেতে পারেন।

ইউরিক অ্য𒊎াসিডের মাত্রা কমাতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। লেবুজাতীয় ফল, স্ট্রবেরি,ꦐ পেয়ারা, বেলপেপার মতো খাবার খান।

ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগলে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড খাবার উপযোগী। এক্ষেত꧋্রে সামুদ্রিক মাছ, ফ্ল্যাক্স সিড, আখরোট খেতে পা🍰রেন।