22 July,  2024

অভিনয় করার সময় হাতে সিগারেটের ছ্যাঁকা অভিনেতার...

TV9 Bangla

credit: Social Media

২০০৪ সালে মণিপুরেরไ মনোরমা নামের এক মহিলা ধর্ষিত হয়𒁃েছিলেন। সেই ভয়াবহ ধর্ষণের কাহিনি মন স্পর্শ করেছিল বছর আঠেরোর এক যুবকের। 

তাঁর নাম প্রশান্ত সূত্রধর💖। মণিপুরের মনোরমাকে কেন্দ্র করেই এক কাহিনি নির্মাণ করেন তিনি। যে কাহিনি সময়ের সঙ্গে পাল্টে-পাল্টে যায়। নাটকের নাম ‘এক্স হোয়াই ♎জ়েড’।

সিনেমা-সিরিয়াল-ওয়েব সিরিজ়ে যেটা হয় না, সেটা অনায়🌺াসেই হতে পারে নাটকে। মূলত নন-প্রসেনিয়াম নাটকে। এর জন্য প্রয়োজন হয় না মঞ্চেরও।

পথে-ঘাটে-গাছের ছায়ায়-বাড়ির দালানে হয় এই ধারার নাটক। প্রশান্ত ঠিক ♚করেন একটা নাটক তিনি তৈরি করবেন, যা বলবে সেই মণিপুরের গণধর্ষিতা মনোরমার কথা।

সমাজ সচেতনতার কথা তুলে ধরতে-ধরতে আবেগে 🌼ভেসে যেতেন প্রশান্ত। এমন এক কাজ করতেন তিনি, যা করতে হাত কাঁপবে অনেকেরই।

অভিনয় করতে-করতে হাতের তালুতে সিগারেটের ছ্যাঁকা দিতেন প্রশান্ত। বলেছেন, “মনোরমার গল্পটা আমার মন ছুঁয়েছিল। তাই তৈরি করি এই নন-প্রসে🧸নিয়াম নাটক ‘এক্স হোয়াই জ়েড’।" 

🎐বলেন, "নাটকটা বদলাতে-বদলাতে গিয়েছে। একমাস আগেও করেছি। কিন্তু এখন আর সিগারেটের ছ্যাঁকা দিয়ে হাত পোড়াই না। ওটায় আমার গুরু♈র বারণ আছে।”

প্রশান্তর শিক্ষাগুরু নাট্যব্যক্তিত্ব প্রবীর গুহ। প্রশ🌸া🧜ন্তকে তিনিই বুঝিয়েছিলেন, “কোনও নাটক করার সময় নিজেকে শারীরিক কষ্ট দিবি না।” গুরুর কথা শুনেছেন প্রশান্ত। তিনি আর নিজেকে পোড়ান না।