03 January 2024

দক্ষিণ আফ্রিকায় দুরন্ত মহম্মদ সিরাজ, অধরা শার্দূল

Credit -  PTI, AFP

TV9 Bangla

দক্ষিণ 🤡আফ্রিকার বিরুদ্ধে নতুন বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয় টেস্টে দুরন্ত বোলিং করেছেন ভারতীয় তারকা পেসার মহম্মদ সিরাজ।

প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এক ইনিংসে ও ৩২ রানে হেরেছিল ভারত। ওই ম্যাচে সিরাজ📖 ২টি উইকেট নিয়েছিলেন।

কেপটাউনে এ বার সিরিজের দ্বিতীয় টেস্টে 💙জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। হায়দরাবাদের ২৯ বছর বয়সী বোলার গড়লেন নয়া রেকর্ডও।

রেনবꦺো নেশনে🎃 জসপ্রীত বুমরা, শার্দূল ঠাকুর ও শ্রীসন্থের পর চতুর্থ ভারতীয় পেসার হিসেবে ফাইফার নেওয়ার নজির গড়লেন মহম্মদ সিরাজ।

সিরাজের আগে টিম ইন্ডিয়ার তারকা পেসার শার্দূল ঠাকুর ২০২২ সালের ৩ জানুয়ারি জোহানেসবার্গ🌞ে ৬১ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন।

শার্দূল ঠাকুরের পর জসপ্রীত ব⛎ুমরা গত ব๊ছর ভারতের প্রোটিয়া সফরে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। ওই ম্যাচে ৪২ রান খরচ করেছিলেন বুমরা।

২০১১ সালে কেপটাউꦇনে ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টে 🌺এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন এস শ্রীসন্থ। সেই ম্যাচে তিনি রান খরচ করেছিলেন ১১৪।

কেপটাউনে আজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান দিয়ে ৬টি উইক🥀েট তুলে নেন মহম্মদ🏅 সিরাজ। এটি তাঁর টেস্ট কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান।