ছক্কার রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজকে ছাপিয়ে গেল ভারত

14 November 2023

টানা নয় ম্যাচে জয়। গ্রুপ পর্বে একশোয় একশো পেয়꧑ে নকআউটে টিম ইন্ডিয়া। এ বার সেমিফাই꧂নালে নিউজিল্য়ান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।

তেইশের বিশ্বকাপে এ🥀কের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছে ভারত। অনেক বছর পর ভারতকে এই ফর্মে পেয়ে বেজায় খুশি ক্রিকেট প্রেমীরা।

দুরন্ত  সব ইনিংস খেলে একগুচ্ছ রেকর্ড গড়েছে ভারত। তার ম✅ধ্যে রয়েছে সর্বাধিক ছক্কার রেকর্ডও।

ছক্কা🐻র নিরিখে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে রোহিত শর্মার ভারত। কী ভাবে জানেন? জেনে নিন পরিসংখ্য়ানটা।

ওডিআইয়ের ইতিহাসে এখন সর্বাধিক ছক্কার রেকর্ড রয়েছে ভারতের দখলে। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের।𝓀

চলতি বিশ্বকাপে ভারতের দ🌜খলে মোট ২১৫ ছয়। যেখানে ২০১৯ সালে🐠 ওয়েস্ট ইন্ডিজের ঝুলিতে ছিল ২০৯ উইকেট।

তেইশের বিশ্বকাপে এখনও পর্যন্ত ম൲োট ৬০টি ছক্কা মেরেছেন রোহিত শর্মা। কিংবদন্তী এবি ডেভিলিয়ার্সের ৫৮ ছক্কার ಌরেকর্ড ভেঙে দিয়েছেন তিনি

ওডিআই বিশ্💞বকাপে ইংল্যান্ডের ইয়ন মরগ্যানের ২২ ছক্কার রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন হিটম্যান। আগামিতে আরও ছক্কার সন্ধানে নামবেন রোহিত