15 January 2024

ও✨য়াঘার এ পার এ꧙বং ও পারে যে ক্রিকেটারদের জার্সি নম্বর একই

Credit -  X

TV9 Bangla

২২ গজে ভারত-পাকিস্তান মুখোমুখি হলে হইহই কাণ্ড রইরই ব্যাপারের মতো অবস্থা হয়। এই দুই দেশের ক্রিকেট ম্যাচ চলাকালীন 🌜এমন একাধিক ক্রিকেটারদের দেখা যায়, যাঁদের জার্সি নম্বর একই।

এই তালিকায় ভারতের প্রাক্তন ক্𝔍যাপ্টেন বিরাট কোহলি রয়েছেন। তাঁর জার্সি নম্বর ১৮। পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের জার্সি নম্বরও ১৮।

টিম ইন🦋্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা দেশের হয়ে খেলার সময় পরেন ৪৫ নম্বর জার্সি। প♏াকিস্তানের আসিফ আলির জার্সির নম্বরও হল ৪৫।

ভারতীয় তারকা বোলার ঈশান্ত শর্মার জার্সি নম্বর হল ৯৭। ঈশান্তের পাশাপাশি পাকিস্তানের তারকা🍌 ൩বোলার হ্যারিস রউফের জার্সির নম্বরও হল ৯৭। 

টিম ইন্ডিয়ার উইকেট কি🧔পার ব্যাটার সঞ🦩্জু স্যামসনের জার্সি নম্বর হল ৯। তাঁর পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিমের জার্সি নম্বরও হল ৯।

ভারতের বিশ্বজয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের জার্সি নম্বর ছিল ১২। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ড✤ার আব্দুল রজ্জাকের জার্সির নম্বরও ছিল ১২।

ভারতের তরুণ বোলার রবি বিষ্ণোইয়ের জার্সির নম্বর ৫৬। পাক♎িস্তানের প্রাক্তন অধিনায়ক এই নম্বরের জার্সি পরেন। আসলে বাবর আজমের জার্সি নম্বরও হল ৫৬। 

ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুর পরেন ৫৪ নম্বর জার্সি। পাকিস্তানের সরফরাজ আহমেদও এই নম্বরের জার্সি পরেন। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ৮ নম্বর জার্সি পরেন। মহম্মদ হাফিস 𓆉এই নম্বরের জার্সি পরতেন।