17 January 2024

বি🦹রাট-যুবি টি-২০তে রান তাড়ায় শূন্যতা যাঁদের স্পর্শ করতꦡে পারেনি

Credit -  X

TV9 Bangla

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করতে নেমে ভার𝓡তের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি কখনও শূন্যে আউট হননি। ৪৬ টি টি-২০ ম্যাচে রান তাড়া করেছেন বিরাট কোহলি।

দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলার এই তালিকায় রয়েছেন। তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রি𓄧কেটে ৪৩টি ম্যাচে রান তাড়া করেছেন। এবং একটি ম্যাচেও শূন্যে আউট হননি।

বিরাট, ম꧑িলারের মতো ইংল্যান্ডের ডেভিড মালানও এই তালিকায় রয়েছেন। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ৩৬টি ম্যাচে রান তাড়া করেছেন। কিন্তু কখনও শূন্যে আউট হননি।

পাপুয়া নিউ গিনির আসাদ ভালাও এই তালিকায় বিরাট কোহলি, ডেভিড মিলারদের সঙ্গে জায়গা করে নিয়েছেন। তিনি ৩০টি আন্💫তর্জাতিক টি-২০ ম্যাচে রান তাড়া করেছেন, কিন্তু শূন্যে আউট হননি।

ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্💖যামুয়েলসও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়ায় কখনও শূন্যে আউট হননি। তিনি ২৮ টি টি-২০ ম্যাচে রান তাড়া করেছিলেন।

শ্রীলঙ্ক꧃ার তারকা ক্রিকেটার কুশল পেরেরা  আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৭🅺টি ম্যাচে রান তাড়া করেছেন। সেই ক'টি ম্যাচে তিনি শূন্যতার স্বাদ পাননি।

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ আন্তর্জাতিক টি-টোℱয়েন্টি ক্রিকেটে ২৬টি ম্যাচে রান তাড়া করেছেন। তাতে তিনি শূন্যে আউট হননি।

ভারতে🅺র বিশ্বজয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিংও এই তালিকায় রয়েছেন। তিনি ভারতের হয়ে ২৫টি টি-২০ ম্𝔉যাচে রান তাড়া করেছেন। কিন্তু একটি ম্যাচেও শূন্যে আউট হননি।