1825 September 2023

সর্বাধিক ব্য়বহৃত অনলাইন পেমেন্ট অ্য়াপ কোনটা?

সময়ের সঙ্গে বদলেছে আর্থিক লেনদেনের পদ্ধতিও। ꦉএখন সকলের ফোনেই অনলাইন পেমেন্ট করার হাজারো অ্যাপ। কেউ ফোনপে ব্যবহার করেন, কেউ আবার রিওয়ার্ডের আশায় ঘন🐭ঘন জি-পে দিয়ে লেনদেন করেন। আর্থিক লেনদেনের সবথেকে জনপ্রিয় কোন অ্যাপগুলি জানেন?

অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে জনপ্রিয়তার নিরিখে প্রথমেই রয়েছে পেটিএম অ্যাপ। দেশে  জনগণের মধ্যে যারা অনলাইনে পেমেন্ট করেন, তাদের ৭৭ শতাংশই পেটিএম ব্🍃যবহার করেন।

দ্বিতীয় স্থানে রয়েছে গুগল পে বা জি-পে। পেটিএমের মতো গুগল পে-ও ব্যবহার করতে পছন্দ করেন ৭৭ শতাংশ মানুষ। এই অ্যাপ একদিকে যেমন সুরক্ষিত,💙 তেমনই প্রতি লেনদেনে মেলে রিওয়ার্ড।

তৃতীয় স্থানে রয়েছে অ্যামাজন পে। দ🍌েশের ৭৫ শতাংশ অনলাইন লেনদেনকারীই এই অ্যাপ ব্যবহার করতে ভালবাসেন। এর অন্য়তম কারণ হল, এক অ্যাপেই শপিং থেকে শুরু করে লেনদেন, বিনোদন-সবই পাওয়া যায়।

চতুর্থ স্থানে রয়েছে ফোনপে। গুগলপে-র মতোই ফোনপে থেকেও একইভাবে কিউআর কোড বা ফোন নম্বরের মাধ্যমে লেনদেন করা যায়। দেশে ফোনপে ব্যবহার ꦆক𝕴রতে পছন্দ করেন ৬৯ শতাংশ মানুষ।

পঞ্চম স্থানে রয়েছে ভিম ইউপিআই। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই অ൲্যাপ থেকে নানা ধরনের আর্থিক লেনদেন করা যায়। ভিম ইউপি🌊আই ব্যবহার করতে পছন্দ করেন ৪৬ শতাংশ মানুষ।

তালিকায় এর পরের স্থানে রয়েছে পে-প্যাল। ৪৫ শতাংশ মানুষ এই অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন করতে পছন্দ করেন। বিদেশ💛েও এই অ্যাপের মাধ্যমে লেনদেন করা যায়।

অনেকে আবার মোবিকুইক ওয়ালেটও ব্যবহার করতে পছন্দ করেন। তবে সেই সংখ্য়াটা অনেকটাই কম। মাত্র ২🔴১ শতা🍎ংশ ব্যবহার হয় এই অ্যাপ।