অভিনয়  থেকে রাজনীতি। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। সায়নী ঘোষের মোট সম্পত্তি🐈  কত?

4 October 2023

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে, সায়ন𝓀ী ঘোষের ২০১৯-২০ অর্থবর্ষে মোট আয় ছিল ৪ লক্ষ ৯২ হাজার𒀰 ৫৬৮ টাকা।

২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৬৮ হাজার ১৩৩ টাকা। ২০২১ সালের হিসাব বলছে, সায়♍নীর হাতে রয়েছে মাত্র ৩২ হাজার ৭৭৫ নগদ টাকা।

সায়নীর যে কটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেগুলিতে সম্মিলিতভাবে রয়েছে ১০ লক্ষ ৩৩ হাজার ৮২৫ টাকা। বিমা রয়েছে 𝄹৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকার।

রয়েছে প্রায় ৭ লক্ষ টাকার একটি চারচাকা গাড়ি। হাতে রয়েছে ২৩ হাজ🌺ার ১১২ টাকার সোনা। রয়েছে ফ্ল্যাট। তাঁর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৪ লক্ষ টাকা।

অভিনেত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৫ লক্ষ ১৯ হাজার ৪৫৭🤡 টাকা। ঋণের বোঝা রয়েছে ৮৩ লক্ষ ৮২ হাজার ৭৫১ টাকা।

যাদবপুরের হী🎀রেন্দ্র লীলা পত্রনবীশ স্কুল থেকে ২০১১ সালে টুয়েলভ পাশ করেন সায়নী। তারপর আ𒈔র পড়াশোনা করেননি।

একুশের নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়েছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্ཧর থেক🌞ে। কিন্তু, হার মানতে হয় অগ্নিমিত্রা পালের কাছে।