২০১৬ সালে তৃণমূল🅷ের টিকিটে জিতে রাজারহাট-নিউটাউনের বিধায়ক হয়েছিলেন।

6 October 2023

বিধাননগর পুরিনগমের মেয়রের দায়িত্বও সামলেছেন। ২০♕১৯ সালে ভিড়েছিলেন পদ্ম শিবিরে। ফের ক্য🅷ামব্যাক করেছেন তৃণমূলে।

বিধাননগর পুরস🔯ভার চেয়ারম্যান সব্যসাꩵচী দত্তের সম্পত্তির পরিমাণ কত জানেন?

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে, ২০১৯-২০ অর্থবর্ষে সব𝄹্যসাচীর বার𒐪্ষিক আয় ছিল ৪৮ লক্ষ ৪২ হাজার ৬৪০ টাকা।

🐽যদিও স্বামীকে টেক্কা দিচ্ছ✅েন স্ত্রী। ২০১৯-২০ অর্থবর্ষে সব্যসাচীর স্ত্রী ইন্দ্রাণী দত্তের বার্ষিক আয় ছিল ৬২ লক্ষ ১ হাজার ২২০ টাকা।

বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সব্যসাচীর। তার মধ্ꦛযে দু’টিতে রয়েছে যথাক্রমে ৭ লক্ষ ৫২ হাজার ২৭২ টাকা ও ১০ লক্ষ ৮৯ হাজার ৩৩২ টাকা।

ফিক্সড ডিপোজিট রয়েছে ৮ লক্ষ ৩৭ হাজার ৮৮২ টাকা, ২৬ লক্ষ ৮৬ হাজার ৭৯৭ টাকা ও ৫ হা༺জার ৩৭৯ টাকা।

শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ড মিলিয়ে সব্যসাচীর মোট বিনিয়োগ ২ কোটি ২১ লক্ষ ৪২ ꧃হাজার ♈৪৭২ টাকা। অন্যদিকে একই খাতে স্ত্রী রেখেছেন ১৭ লক্ষ ১১ হাজার ১৬৮ টাকা।

২০২১ সালের 𒀰হলফনামা বলছে, সব্যসাচীর হাতে রয়েছে একটি ৮ লক্ষ ৮৫ হাজার ৩০০ টাকার ফর্চুনার গাড়ি। ২০১৬ সালে ২৭ লক্ষ ৪ হাজার ৬৯ টাকা দিয়ে একটি অডি গাড়ি কেনেন।

হাতে রয়েছে ༺১০ লক্ষ ৯০ হাজার টাকার স🐷োনার গয়না। স্ত্রীর হাতে রয়েছে প্রায় ৫৪ লক্ষ টাকার সোনার গয়না।

বাণিজ্য ও আইনে স্নাতক সব্যসাচীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ ♚কোটি ৫৯ লক্ষ ৬০ হাজার ৪৯৯ টাকা। স্ত্রীর হাতে থাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ১৫ লক্ষ ৯৩ 🃏হাজার ১০৪ টাকা।