30 January 2024

এবারের বাজেটে কর কাঠামোর বদল হতে পারে

credit: PTI

TV9 Bangla

লোকসভা নির্বাচনেಌর আগে আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ ক𒁃রবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

এবারে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন নির্মলা 🍎সীতারমণ। ফলে এই বাজেট জনমুখী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জনগণকে স্বস্তি দিতে ও ভোটের লক্ষ্যে এবারের বাজেটে ক🐼র কাঠামোর পরিবর্তন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০১৪ সাল থেকে ট্যাক্সের ধাপগুলিতে কোনও পরিবর্তন হয়নি। ফলে ট্যাক্সের ধ♛াপগুলিতে এবারে পরিবর্তন হতে পারে।

মূ🌃লত, সরকারের আয়, ব্যয় ও রাজস্ব ঘাটতির উপর নির্ভর করে কর কাঠামো পর🅺িবর্তিত করা হয়।

এবারে সম্পত্তি কর কাঠামোর স🦋ংশোধন করা হতে পারে। নไতুন ব্যবসায়ীদের জন্য কর কাঠামো সহজ করতে পারে।

এবারಌের অন্তর্বর্তী বাজেটে ডিজিটাল লেনদেনের আরও প্রসারের উপর জোর দিতে পারে নরেন্দ্র মোদীর সরকার।

 পুনর্নবীকরণ শক্তি-সহ পরিবেশ বান্ধব সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীদের করে ছাড় দেওয়ার ঘোষণা🍸 হতে পারে।