প্রথমবার নির্বাচনে লড়েছিলেন ২৫ বছর বয়স🌱ে। সেই সময় সিপিএমের সবথেকে কনিষ্ঠতম প্রার্থী ছিলেন তিনি।

তরুণ সিপিএম নেতা নেতা শতরূপ ঘোষের মো🐠ট সম্পত্তির পরিমাণ কত জানেন?

সাউথ পয়েন্টে স্কুলের পাঠ চুকিয়ে ২০০৫ সা🍬লে অর্থনীতিতে স্নাতক করার জন্য ভর্তি হন আশুতোষ কলেজে।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে স্নাতকোত্তর পাশ করেন। যদিও স্নাতকে পড়ার সময়েই হয়ে গিয়েছে রাজনীতিতে ඣহাতেখড়ি।

আশুতোষ কলেজে🌃 পড়ার সময় বাম রাজনীতিতে পা। ২০০৫ সালে কলেজের এসএফআই ইউনিট🎶ে যোগ।

২০১১, ২০১৬, ২০২১ সালে সিপিএমের টিকিটে বিধানসভা নির্বাচনে লড়েছেন কসবা থেকে। কিন্তু জয় আসে🍎নি।

২০২১ সালে তিনি নির্বাচন কমিশনে ꧅যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতে দেখা যাচ্ছে সেই সময় তাঁর হাতে ছিল নগদ ২ হাজার টাকা।

একটি ব্যাঙ্কাউন্টে সেই সময় ছিল ১ লক্ষ ৬০ হাজার ৩৬১ টাকা। আরও একটি জয়েন্🌞ট অ্🐻যাকাউন্টে সেই সময় ছিল ৪০ হাজার টাকা।