23 July 2024

নতুন চাকরিজীবীদের অতিরিক্ত বেতন দেবে সরকার

TV9 Bangla

নরেন্দ্র মোদীর তৃতীয় দফার সরকারের প্রথম বাজেটে কর্মসংস্থানে বিশেষ জোর। যুবদের চাকরি🀅ক্ষেত্রে সুবিধা দিতে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।  

কর্মসংস্থান ▨সৃষ্টি করতে ও নতুন চাকরিজীবীদের সুবিধা দ♏িতে ৩টি প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

প্রথমবার চাকরিতে নিযুক্ত হলে মিলবে ১ মাসের অত😼িরিক্𒀰ত বেতন। ১৫ হাজার টাকা পর্যন্ত ১ মাসের বেতন দেওয়া হবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, প্রথমবার চাকরিতে নিযুক্ত হলে ৩টি কিস্তিতে  ১৫💧 হাজার টাকা অতিরিক্ত বেতন দেওয়া হবে।

সরকারি 🔴ও বেসরকারি- সমস্ত সংগঠিত ক্ষেত্রের কর্মীরা এই সুবিধা পাবেন। ইপিএফও-তে নাম নথিভুক্🐈তির হলেই এই সুবিধা মিলবে।

প্রথমবার চাকরিতে যোগ দিয়ে যাঁদের বেতন ১ಞ লক্ষ টাকা পর্যন্ত, তাঁরা এই স্কিমে আবেদন ♏করতে পারবেন।

কর্মজীবনের প্রথম ৪ বছর কর্মী ও কর্মসংস্থানকারীদের ইনসেনটিভ দেওয়া হবে। এতে ৩০ লক্ষ যুব উপকৃত হবে ব﷽লে জানান নির্মলা সীতারামন।

প্রতি নতুন কর্মী পিছু সংসꦿ্থাকে প্রতি মাসে ৩ হাজার টাকা পর্য𒐪ন্ত রি-ইমবার্সমেন্ট দেওয়া হবে ২ বছরের জন্য।