30th July 2024

30th July 2024

কোন তিথিতে বেলপাতা ভাঙা যায় না?

credit: istock

TV9 Bangla

 শাস্ত্র অনুস☂ারে, চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্ꩵদশী এবং অমাবস্যা তিথিতে বেলপাত্র তোলা যায় না। এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। 

সংক্রান্তির সময় এবং সোমবার বেল গাছ থেকে পাতা ভাঙবেন না। বেল পাতা 🅘ডাল বরাবর উপড়ে ফেলা উচিত নয়।

নিবেদনের সময় তিনটি পাতার ডাঁটা ভেঙে মহাদেবকে নিব🎐েদন করুন। শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করার সময় সঠিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে কিনা তাও মাথায় রাখবেন। 

শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র সর্বদা উল্টো করে নিবেদন করা উচিত। অর্থাৎ যꦍে দিকে বেলপত্রের মসৃণ পৃষ্ঠ থাকে, সেই অংশটি শিবলিঙ্গে নিবেদন করতে হবে। 

মনে রাখবেন যে অনামিকা, বুড়ো আঙুল ও মধ্যমা আঙু🐷লের সাহায্যে বেলপত্র নিবেদন করা উচিত

মনে রাখবেন বেলপত্র গাছের প🅘ুরো ডাল একবারে ভেঙ্গে ফেলবেন না। বরং একে এꦦকে বেলপাতা ছিঁড়ে নিতে হবে।  বেলপত্র ভাঙার আগে ও পরে মনে মনে প্রণাম করুন।

কোনও ღকারণে যদি আপনার কাছে বেশি ✅বেলপত্র না থাকে, তবে আপনি একটি মাত্র বেলপাত্র ধুয়ে আবার দিতে পারেন। 

পরিবারের কোনও সদস্য যদি শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে থাকেন, তাহলে সেগুলো দুবার ধুয়ে আবার নিবেদন করতে পারেন। বেলপাতার আগে জল নিবেদন করতে হ♕বে।