21 January 2024

চরম শীতেও ফাটবে না ঠোঁট

credit: istock

TV9 Bangla

শীতকাল মানেই ঠোঁট ফাটার সমস্যা। অনেকে꧅র আবার ঠোঁট ফেটে, তা থেকে চামড়াও উঠতে থাকে।            𝕴                             

কিন্তু এই সমস্যার সমাধাম খুঁজতে দেরি করলেই🦹 ঠোঁট ফেটে রক্ত বেরতে পারে। তাই তার আগেই জেনে নিন সমাধান।

এর জন্য আপনাকে কোথায় যেতে হবে না। টাকাও খর🌌চ করতে হব꧟ে না। আপনি বাড়ি বলেই স্ক্রাবার বানিয়ে নিতে পারবেন।

তাই দোকানের কেনা লিপ স্ক্রাব ছেড়ে, বাড়িতেই বানিয়ে ফেলুন🦩 লিপ স্ক্রাবার। এর জন্য এক চামচ  চিনির সꦜঙ্গে মধু বা নারকেল তেল মিশিয়ে নিন ভাল করে।

তারপর সেটাকে ঠোঁটে ভাল করে ঘষুন। ২-৩ মিনিট পরে ঠোঁট ভাল করে ধুয়ে নিন। এতে ঠোঁটের মৃত কোষ যেমন দূর হবে তেমনই নরম থাকবဣে।

দুধে কয়েকটি গোলা🍬পের পাপড়ি ভি🦹জিয়ে সেটাকে বেটে নিন। তারপর ঠোঁটে সেটা লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।

আপনি চাই🧸লে কফি স্ক্রাবারও ব্যবহার করতে পারেন। তার জন্য একটু কফি পাউডার নিয়ে, তাতে♌ সামান্য মধু দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

এবার সে💯ই মিশ্রণ ভাল করে ঠোঁটে ঘষে নিন। তাহলেই সমস্যার সুরাফা হয়ে যাবে। আর ঠোঁটের মৃত কোষক꧅ে সরিয়ে ফেলতে পারবেন।