26 December 2023

কন্ডিশনার ছেড়ে অ্যালোভেরা জেল মাখুন

credit: istock

TV9 Bangla

শ্যাম্পু ক﷽রলে ক🔯ন্ডিশনারও ব্যবহার করতে হয়। কন্ডিশনার চুলে আর্দ্রতা জোগায়। চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।

বাজারে বিভিন্ন ধরনের কন্ডিশনার পাওয়া যায়। কোনওটার কাজ চুলক♉ে ফ্রিজিনেস থেকে বাঁচানো, কোনওটা হাইড্রেট করে চুলকে।

হাইড্রেশন থেকে বাউন্সি সব যদি একটা কন্ডিশনারই 🎀করে দেয়, তাহলে কেমন হবে? বাজারচলতি কন্ডিশনার ছেড়ে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। 

অ্যালোভেরা জেল চুলকে নরম করে তোলে। ফ্রিজিনেস কমায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়। পাশাপাশি চুলের ক্ষয় রোধ ক🐈রে।

কন্ডিಞশনার হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করলে স্ক্যাল্পে চুলকানি ও প⛄্রদাহ কমবে। এমনকি খুশকির সমস্যাও দূর হয়ে যাবে।

অ্যালোভেরা গাছের একটি পাতা তুলে নিন। তার থেকে নির্যাস বের করে নিন। মিক্সিতে ওই নির্যাস ব্লে📖ন্ড করে অ্যালোভেরা জেল বানিয়ে নিন।

শ্যাম্পু করার পর চুল থেকে সমস্ত জল নিংড়ে নিন। চাইলে চুল ভাল করে মুছেও নিতে পারেন। এরপর 🅘স্ক্যাল্প ও চুলে ജঅ্যালোভেরা জেল লাগান।

অ্যালোভেরা জেল লাগিয়ে ১৫ মিনিট অপেক্๊ষা করুন। তারপর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। ১ মাস ব্যবহার করলে ফল পাবেন হাতে-নাতে।