10 January 2024

ঘরে তৈরি টোনারেই ফিরবে জেল্লা

credit: istock

TV9 Bangla

শীত🦩কালে রুক্ষ ত্বকে জেল্লা ফেরাতে একগাদা ক্রিম মাখছেন? কিন্তু কোনওভাবেই উপকার পাচ্ছেন না। তার জন্য একাই একশো জবা 😼ফুল।

এই ফুলের নির্যাস থেকে তৈরি টোনার আপনার ত্বকের জেল্লা তো বাড়াবেই, সেই সঙ্গে বেশ কিছু সমস্যা♔ও নিয়ে আসবে নিয়ন্ত্রণে। 𒉰

ফলে বাড়িতেই আপনি জবা ফুল দিয়ে টোনার তৈরি করে নিতে পারবেন। জবা ফুলের টোনার কীভাবে বꦆানাবেন, ত▨া দেখে নিন।

এর জন্য প্রথমে ১০টি জবা ফুলের পাপড়ি ছাড়িয়ে নিন। পাপড়িগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার ক🧸রে কাগজের উপর বিছিয়ে রাখুন।

তারপর তা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এদিকে একটি সসপ্যানে ৩ কাপ জল নিয়ে ওভেনে ব♑ꦿসিয়ে দিন। প্রথমে আঁচ বাড়িয়ে জল গরম করে নিন।

তারপর মাঝারি আঁচে রাখুন।♛ এবার জলের মধ্য়ে জবার পাপড়িগুলি মিশিয়ে দিন। কিছুক্ষণ পর জল ফুটতে শুরু করবে।

জল 📖ফুটতে ফুটতে রং বদলাবে। জল প্রায় অর্ধেক হয়ে গেল🗹ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে দিন। জল ঠান্ডা হওয়া মাত্র একটি সাদা কাপড়ে ছেঁকে নিন।

এই জলের মধ্য়ে ৩ চামচ গোলাপ জল দিন। তারপর টি ট্রি অয়েল এবং ল্যাভেন্ডার অয়েল ৫ ফোঁটা করে মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে 𝓡রাখুন। এবার ফ্রিজে রেখে দিন।