ম্যাট লিপস্টিক পরলে আর ঠোঁট ফাটবে না

04 October 2023

ঠোঁটের রꦛংকে দীর্ঘস্থায়ী করতে আজকাল অনেকেই ম্যাট ফিনিশ লিপস্টিক বেছে ন🌠েন। ম্যাট লিপস্টিকের বিকল্প খুঁজে পাওয়া কঠিন।

দামি ম্যাট লিপস্টিক লাগালে ঠোঁট ফেটে যায়। এই সমস্যায় অনেকেই ভোগেন। কিন্তু এꦰর থেকে মুক্তির উপায় কী, জানেন?

সাধারণ লিপস্টিকে মোম, এসেনশিয়াল অয়েল, পেট্রোলꦛিয়াম জেল থাকে। ম্যাট লিপস্টিকে তেলের মাত্রা কম এবং মোমের মাত্রা বেশি থাকে।

তেল কম থাকায় ম্যাট লিপস্টিক পরলে ঠোঁট ফেটে যায়, চাম💞ড়া উঠতে থাকে। ম্যাট লিপস্টিক ঠোঁটকে শুষ্ক করে দেয়। 

ম্যাট লিপস্টিক পরার আগে ঠোঁট স্ক্রাব করে নিন। এতে ঠো🍸ঁট জমে থাকা সমস্ত ম𒁃রা চামড়া উঠে যাবে। পাশাপাশি ঠোঁট কোমল হবে।

স্ক্রাব করা পর ঠোঁটে লিপ বাম ল💖াগিয়ে নিন। এতে ঠোঁটের আর্দ্রভাব বজায় থাকে। এরপর ঠোঁটে আপনি ম্যাট লিপস্টিক লাগিয়ে নিন। 

খুব প্রয়✱োজন ছাড়া ম্যাট লিপস্টিক ব্যবহার না করাই ভাল। আর ম্যাট লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের যত্ন নেওয়া দরকার। 

ম্যাট লিপস্টিক তোলার সম𒐪য় নারকেল তেল ব্যবহার করুন। এটি ঠোঁ💛টকে নরম রাখতে ও ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।