19 January 2024

রেজ়র বাম্পের সমস্যা থেকে পান নিমেষে আরাম

credit: Pinterest

TV9 Bangla

দাড়ি কেটে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অফিস যেতে অনেকেই পছন্দ করেন। এই কারণে রোজ বাড়িতেই দাড়ি কাটেন তারা।‌ নিয়মিত স্নানের আগে✤ দাড়ি কাটলে দেখতেও বেশ পরিচ্ছন্ন লাগে।

তবে অনেকসময় নিজে নিজে দাড়ি কাটতে গিয়ে গাল জ൲্বালা দেয়।‌ মাঝে মাঝে ত্বকে চুলকানিও হয়। আসলে ক্ষুরের ব্যবহারের কারণেই এই সমস্যা হয়। তাই নিয়মিত ক্ষুর ব্যবহার করার পর জ্বালা কমাতে উপশমদায়ী দ্রব্য লাগানো উচিত।

নয়তো 🉐এই জ্বালা আরও বেড়ে যায়। ধীরে ধীরে এর থেকে ত্বকে ব়্যাশ, জ্বলুনি ও চর্মরোগও দেখা দিতে পারে। রেজার চালানোর পর ত্বকের জ্বালা ভাব কাটাতে কিছু প্রাকৃতিক উপাদান যথেষ্ট উপকারী।

অ্যালোভেরার মধ্যে প্রদাহনাশক বা অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি꧑ যেকোনওরকম প্রদাহ কমাতে সাহায্য করে। তাই শেভিং করা♒র পর মুখে, বগলে, হাতে অ্যালোভেরা জেল লাগালে জ্বালা ও চুলকানির সমস্যা থেকে নিমেষে রেহাই পাওয়া যায়।

 অ্যালোভেরꦅার একটি🌌 পাতা কেটে তা থেকে জেল বার করে সরাসরি কিছুক্ষণ ত্বকে ঘষুন । জেলটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে তা ধুয়ে ফেলুন। দেখবেন জ্বলুনি একেবারে কমে গিয়েছে।

এ ছাড়া রেজ়র বাম্প থেকে মুক্তি প♕ে♍তে ব্যবহার করতে পারেন আপালে সিডার ভিনিগার। এতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। এতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বকের জ্বলুনি এবং লালচে ভাব কমাতে পারে।

একইভাবে প্রদাহ কমাতে সাহায্য করতে পারে মধু। দাড়ি কাটার পর টকদইয়ের সঙ্গে মধু মিশিয়ে মাখলে ফল পাবেন দ্রুত। তাই ব্যবহার কর𓆉ে দেখতে পারেন।

টি ব্যাগ ব্যবহার করলেও কাজ হবে। কারণ চায়ে ট্যানিন থাকে যা ত্বকের চুলকানির সমস🦩্যা কমিয়ে দেয়। শেভ করার পর একটি ভিজিয়ে রাখা টি ব্যাগ আলতো করে গালে কিছুক্ষণ ঘষুন। তারপর পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।