পুজোয় ব্যাকলেস পরুন আত্মবিশ্বাসের সঙ্গে

07 October 2023

পিঠভর্তি ব্রণ নিয়ে ব্যꦰাকলেস ব্লাউজ বা টপ পরা যায় না। কিন্তু সামনেই পুজো। ব্রণর জন্য কি ফ্যাশনের সঙ্গে সমঝোতা করবেন?

পুজ💙ো শুরু হতে মাত্র ২ সপ্তাহ বাকি। এরই মধ্যে পিঠের ব্রণ দূর করুন। আত্ম🌳বিশ্বাসী হয়ে যে কোনও ব্যাকলেস পোশাক পরতে পারবেন।

ঘরোয়া টোটকার সাহায্য 🧔নিয়ে💃 সহজেই ‘ব্যাকনে’-এর সমাধান করতে পারেন। হেঁশেলেই পাবেন ব্যাকনে দূর করার উপকরণ। 

লেবুর রসের মধ্যে অ্🔯যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যꦍান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। ব্রণর উপর সরাসরি লেবুর রস লাগাতে পারেন।

বেকিং সোডা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। ১ চামচ বেকিং সোডা👍য় অল্প জল মিশিয়ে পিঠে লাগান। এতে কমবে ব্রণ।

পিঠের উপর তাজা অ্যালোভেরা জেল মালিশ করুন। প্যাক হিসেবে ব্যবহার করত🌜ে পারেন। পুজোর আগেই পিঠের ব্রণ💎 উধাও হবে।

ব্রণর উপর টি ট্রি অয়েল লাগাতে পারেন, তবে সরাসরি নয়। ১ চামচ নারকেল তেলের সঙ্গে ৫ ফোঁ♔টা টি ট্রি অয়েল মিশিয়ে পিঠে লাগিয়ে পারেন।

যেহেতু পুজো আর বেশিদিন বাক𓆏ি নেই, তাই এই ঘরোয়া টোটকাগুলো ꦅদিনে ২-৩ বার কাজে লাগাতে হবে। তবেই ফল মিলবে।