নিস্তেজ ত্বকে জেল্লা ফিরবে হলুদের টোনারে

4 September 2023

ত্বকের পরিচর্চা‌য় হলুদের জুড়ি মেল🦋া ভার। ত্বকের জেল্লা বাড়াতে, দাগছোপ, ব্রণর সমস্যা দূর করতে হলুদ দারুণ কার্যকর। 

হলুদের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান♚্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ত্🔴বকের সমস্যা কমাতে সাহায্য করে। 

বেশিরভাগ ক্ষেত্রে হলুদের ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করা হয়। কিন্তু প্রতিদিন ম💫ুখে ফেসপ্যাক লাগানোর সময় থাকে না। তাহলে উপায় কী?

প্রতিদিনের রূপচর্চায় আপনি হলুদকে ব্যবহার করতে পারেন 💜টোনার হিসেবে। টোনার আপনাকে ত্বকে নিমেষে সত🐓েজতা এনে দেবে। 

বাড়িতে এই হলুদের টোনার বানাতে পারেন। এক গ্লাস জল গরম করে নিন। এবার ওই জল ঠান্ডা কর๊ে নিন। এবার কাঁচা হলুদ বেটে নিন। 

২ ⭕টেবিল চামচ কাঁচা হলুদ বাটার সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ গোলাপ জল ও ১ টেবিল চা👍মচ লেবুর রস মিশিয়ে দিন। 

ওই এক গ্লাস ফোটানো জলের সঙ্গে হলুদের মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন। এই টোনা💧র স্প্রে বোতলে ভরে ফ্রিজে তুলে রাখুন।

মুখ ধুয়ে নিয়ে স্প্রে করুন হল🌠ুদের টোনার। তারপর এটি মু꧃খে ২-৩ মিনিট মালিশ করুন। শেষে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। 

টানা ১৫ দিনཧ পর্যন্ত আপনি এই হলুদের টোনার ব্যবহার করতে পারেন। এতে ত্বকের সমস্যা কমবে এবং বাড়বে ঔজ্জ্ব🌱ল্যতা।