দাড়ি কাটলেই ত্বকে জ্বালাপোড়া? রইল উপায়

03 October 2023

দাড়ি কাটলেই ত্বকে নানা সমস্🔥যা হয়? ত্বক লাল হয়ে যায়, চুলকায়। এটিকে রেজ়র বাম্প বলে  

তবে শুধু দাড়ি কামানোর ক্ষেত্রেই এসব সমস্যা হয় না, হাতে, পায়ে, বগলে রেজ়র ব্যবহার করার পরেও ত্বকে ব়্যাশ, জ্বালা, লালচে ভাবে ไদেখ🦂া দিতে পারে

এক্ষেত্রে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। এতে প্রদাহরোধী বৈꦫশিষ্ট রয়েছে। যা ত্বককে শীতলও করে ও এই সমস্যা থেকে মুক্তিও দেয়

চায়ে ডোবানো টি ব্যাগও ব্য়বহার করতে পারেন। দাড়ি কাটার পর জ্বালাপোড়াﷺ থেকে মুক্তি 💎পাবেন। এতে ট্যানিন থাকে যা এই সমস্যা মেটায়

টি ট্রি অয়েলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বꩲৈশিষ্𝄹ট্য রয়েছে। এটি ত্বকের ফোলাভাব এবং সংক্রমণ কমাতে পারে

 রেꦡজ়র ব্যবহারের পর ত্বকের জ্বালাপোড়া কমাতে, তুলোয় কয়েক ফোঁটা তেল ঢেলে শেভ করা ত্বকে আলতোভাবে ড্যাব করুন কিছুক্ষণ। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। টি ট্রি অয়েলে সামান্য জল মিশিয়ে ব্যবহার করবেন

আপেল সဣাইডার ভিনেগারে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য,যা ত্বকের ফোলাভাব এবং জ্বালাপোড়া কমাতে পারে। তাই এটিও ব্যবহার করতে প🥃ারেন

দাড়ি কাটলেই ত্বকে নানা সমস্যা ﷽হয়? ত্বক লাল হয়ে যায়, চুলকায়। এটিকে রেজ়র বাম্প বলে