16 January 2024

শীতে চুলের গোড়া ফেটেছে? রইল সমাধান

credit: Pinterest

TV9 Bangla

শীতকাল মানেই চুলের নানা সমস্যা। খুশকি থেকে চুল পড়া সবই দেখা যায় এই সময়। এ ছাড়া দেখা যায় স্প্লিট এন্ডসে🍨র সমস্যা।

অর্থাৎ চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা। মূলত চুল অতিরিক্ত রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির হয়ে গেলে, চুলে পুষ্টির অভাব ঘটলে এই ডগা ফেটে🌜 যাওয়া কিংবা চুল মাঝখান থেকে ভেঙে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যায়।

 শীতের মরশুমে যদি আপনি স্প্লিট এন্ডসের সমস্যা এড়িয়ে চলতে চান, তাহলে বাড়ি বসে কীভাবে চুলের যত্ন করা প্রয়োজন সেই প্রসঙ্গে জেনে 🌸নিন সহজ কয়েকটি টিপস।

চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা দে💛খা দিলে শ্যাম্পু করে চুল ধোওয়া কিংবা তেল ম্যাসাজের সময় সতর্ক থাকুন, জোরে ঘষে কিছু করবেন, আলতো হাতে কাজ করুন। ভিজে চুল মোছার সময়েও এই বিষয়টি খেয়াল রাখবেন।

সুতির কাপড়ের নরম গামছা কিংবা নরম তোয়ালে 💦ব্যবহার করতে হবে। আর জোরে জোরে ঘষে 🎃চুলের জল একেবারেই মুছতে যাবেন না।

আলতো হাতে চেপে চেপে চুলের জল মুছে নিন। অনেকেই চুলে গামছ𓄧া বা তোয়ালে পেঁচিয়ে রাখেন জল শুকিয়ে নেওয়ার জন্য।

 এই অভ্যඣাসও চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে যায়। চ♎ুল পড়ার সমস্যা বাড়তে পারে।

শীতকালে অনেকেই গরমজলে স্নান করেন। চুল ধোও꧙য়ার ক্ষেত্রে গরমজল ব্যবহার না করাই ভাল। ঠান্ডা লেগে যা🅺ওয়ার সমস্যা এড়াতে চাইলে খুব সামান্য গরম জল ব্যবহার করুন। খুব গরম জল দিয়ে কখনই চুল ধোওয়া উচিত নয়।