17 January 2024

কাজু ফেরাবে ত্বকের হাল

credit: istock

TV9 Bangla

পায়েস, পোলাওয়ের স্বাদ বাড়াতে কাজু ব্যবহার করেন। এই কাজু বাদাম দিয়ে ♛কখনও ত্বকের যত্ন 💟নেওয়ার কথা ভেবে দেখেছেন?

কাজ💯ু ত𝓡্বকের জন্য উপযোগী। এই বাদামের তৈরি ফেসপ্যাক ব্যবহার করে আপনি ত্বকের যে কোনও সমস্যাকে চিরতরে দূর করতে পারেন।

কাজুর ফেসপ্যাক ব্যবহার করলে আপনি ব্রণ থেকে দাগছোপ সব🧜ই দূর করতে পারবেন। ক♛িন্তু কীভাবে ব্যবহার করবেন কাজুর ফেসপ্যাক?

১০-১২টি কাজু বাদাম জলে ভিজিয়ে রাখুন। এরপর জল থেকে কাজু তুলে নিন। কাজুর সঙ্গ꧅ে দুধ মিশিয়ে ♛মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন। 

এবার কাজু বাদামের পেস্টের সঙ্গে ১ཧ চা চামচ ব🌸েসন বা চালের গুঁড়ো যোগ করে নিন। তৈরি হয়ে গেল কাজু বাদামের ফেসপ্যাক।

প্রথমে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর মুখে ও ঘাড়ে কাজু বাদামের ফেসপ্যাক লাগিয়⛦ে নিন। এবার ২০ মিনিট অপেক্ষা করুন।

কাজু বাদামের ফেসপ্যাক শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর মুখে হালকা ময়েশ্চারাইজ মেখে 🍨নিন। 

সপ্তাহে ২-৩ বার এই কাজু বাদামের ফে🌺সপ্যাক ব্যবহার করুন। এতে ব্রণ, দাগছোপ ও বলিরেখার সমস্যা ধীরে-ধীরে ♋কমে যাবে।