শীতের সঙ্গী হোক সর্ষের তেল

31 October 2023

বাঙালির 🃏রান্নায় প্রায়শই ব্যবহার হয় সর্ষের তেল। এক সময় ম💞া-ঠাকুমারা এই তেলই গায়ে মাখতেন এবং মালিশ করতেন।

এক সময় ছোট বাচ্চাদের গা-হাত-পাও সর্ষের তেল দিয়ে মালিশ করা হত। কিন্♔তু আজকাল ত্বকে এই তেলের ব্যবহার কমেছে।

বিশেষজ্ঞদের মতে, সর্ষের তেল আজও ত্বকের যত্ন নেয়। ত্বককে যে কোনও ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষ♌া করে সর্ষের তেল।

র‍্যাশ, চুলকানি, অ্যালার্জির হাত থেকে ত্বককে রক্ষা করে সর্ষের তেল। সর্ষের তেল ব্যবহার করলে🙈 ত্বকের প্রদাহ কমে যায়।

জয়েন্টে ব্যথা, বাতের ব্যথা থেকে মুক্তি পেতে আপনি সর্ষের তেল দিয়ে মালিশ করতে পারেন। এটি দেহে রক্ত সঞ্চা🔯লন উন্নত করে।

সামনেই শীত 🌄আসছে। এই মরসুমে ত্বকের আর্দ্রতা বজায় রাখত𝄹ে সর্ষের তেল মালিশ করুন। এই তেল ত্বকের দেখভাল করে।

সর্ষের ত🌳েলের মধ্যে রয়েছে ভিটামিন বি। ফাটা গোড়ালি হোক বা ভাঙা নখ, এসব সমস্যা ম্য🍎াজিকের মতো দূর করে সর্ষের তেল।

সর্ষের তেল চুল মাখলেও উপকারিতা পাওয়া🌠 যায়। আয়ুর্বেদের মতে, এই তেল চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য ꦛকরে।