18 January 2024

ভারতে এল Tata Punch ইলেকট্রিক SUV

credit: istock

TV9 Bangla

Tata Motors একের পর এক গাড়ির𝔉 বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করে চলেছে। এবার Punch EV নিয়ে এল কোম্পানিটি। দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক SUV 🃏হিসাবে এসেছে এই গাড়ি।

দাম 10.99 লক্ষ টাকা থেকে শুরু করে 14.49লক্ষ টাকা (এক্স-শোরಞুম) পর্যন্ত গিয়েছে। ভ্যারিয়েন্ট চারটে- Smart🙈, Adventure, Empowered ও Empowered+।

লঞ্চের আগেই পাঞ্চ ইভি-এর বুকিং চালু করেছিল কোম্পানি। এর জন্য লাগছে 21,000 টাকা। Punch EV হচ্ছে সংস্থার ইলেকট্রিক, আইসিই ও সিএন⛄💝জি অপশনেও পাবেন।

এতদিন একমাত্র Tiago গাড়িটি আইসিই, সিএনজি ও ব্যাটারি ভ্যারিয়েন্টে ছিল। সেই তালিকায꧑় এবাဣর যুক্ত হল Tata Punch EV। আবার Nexon-এর পর Punch বর্তমানে সংস্থার দ্বিতীয় ইলেকট্রিক SUV।

টাটার দাবি, Punch EV mid-range মডেলটি সম্পূর্ণ চার্জে 315 কিলোমিটার💦 পথ দৌড়াবে। যেখানে 35 কিলোওয়াট আওয়ার ব্যাটারি মডেলটি 421 কিলোমিটার রেঞ্জ দেয়।

দুই ধরনের চার্জিং অপশন মিলবে- 7.2 কিলোওয়াট ফাস্ট হোম চার্জার এবং 50 কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার। দ্বিতীয়টিতে 10-80% চার্জ এক 💮ঘন্টায় হয়ে য𝔍াবে।

Punch EV-তে এর আইসিই ও সিএনজি ভার্সনের তুলনায় অধিক ফিচার রয়েছে। এতে উল্লেখযোগ্য 🦋বৈশিষ্ট্যের মধ্যে উপস্থিত ভেন্টꦐিলেটেড ফ্রন্ট রো, লেদারেট সিট।

এছাড়াও রয়েছে এয়ার পিউরিফায়ার, 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং সমান মাপের ড♏িজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।