27 October 2023

শীঘ্রই আসছে Royal Enfield Himalayan 452, দাম কত?

লঞ্চের আর বেশিদিন বাকি নেই। শীঘ্রই বাজারে আসছে Royal Enfield Him𒁏alayan 452। আগামী 7 নভেম্বর ভারতের বাজারে পা রাখবে।

এই ডুয়েল পারপাস অ্যাডভেঞ্๊চার বাইকটিতে ডিজাইন থেকে শুরু করে ফিচার, সমস্ত কিছুই নজরকাড়া। কোম꧋্পানি আসন্ন মডেলটির একাধিক ছবি টিজ করেছে।

আবার বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য সামনে এসেছে। সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত Himalayan 452-এর লেটেস্ট ভি✅ডিয়োতে মডেলটিকে দেখা যাচ্ছে।

তবে এবার প্রশ্ন হচ্ছে বাইকটির দাম কত হবে? আর Royal Enfield Himalayan 452𒁃-এ ༺কী কী বিশেষ ফিচার থাকবে? চলুন জেনে নেওয়া যাক।

Royal Enfield Himalayan 452 বাজারে হাজির হওয়ার পর KTM 390 Adventure ও আসন্ন Hero Xpulse 400-কে টেক্কা দিতে পারবেন কি না এখন সে🌃টাই দেখার।

লঞ্চের দিন আনুষ্ঠ🌼ানিকভাবে এর দাম ঘোষণা হবে ঠিকই, তবে তার আগে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এটি 2.85 লক্ষ টাকায় (এক্স-শোরুম) বাজারে আসবে।

রিপোর্ট অনুযায়ী, Royal Enfield Himalayan 452-এ একটি 851.65 সিসি⛄, লিকুইড কুল্ড, 4-ভাল্ভ, DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

এটি থেকে 8,000 🐎আরপিএম গতিতে সর্বোচ্চ 40 পিএস শক্তি এবং 40 থেকে 45 এনএম টর্ক উৎপন্ন হব꧑ে। সেই সঙ্গে এই নতুন বাইকে থাকবে 6-স্পিড গিয়ার।