3 January, 2024

পুজোর জন্য সবচেয়ে শুদ্ধ ফুল কোনটি?

credit: istock

TV9 Bangla

নীল ফুলকে বলা হয় কৃষ্ণকান্ত ও সাদা ফুলকে বলা হয় বিষ্ণু কান্ত। এই গাছটি বেশিরভাগই দে🏅বী দুর্গা ও দেবী কালীর পুজো🌄য় ব্যবহৃত হয়। 

অপরাজিতার শিকড়, লতা ও ফুলের আবাহন করলে অশুভ আত্মꦇার সমস্যা ও বাধার পাশাপাশি গ্রহ সংক্র꧒ান্ত ত্রুটি দূর হয়। অপরাজিতা ফুলের এই তান্ত্রিক প্রতিকার সম্পর্কে অনেকেই জানেন না

শনিবার সাদা ফুল দিয়ে অপরাজিতা শিকড় এনে একটি নীল কাপড়ে বেঁধে বাড়ির প্রধান ফটকে ঝুলিয়ে দিন। 🐠নেতিবাচক শক্তি দূর হয়ে ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করে।

অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন এবং আপনার কঠোর পরিশ্রমের ফল না পান তবে আপনি অপরাজিতা এই ဣকৌশলটি ব্যবহার করে দেখতে পারꦬেন।

অপরাজিতা ফুল শনিদেবের খুব প্রিয়, তাই শনির অশুভ প্রভাব থেকে মুক্তি🐠 পে🅘তে শনিবার অপরাজিতার নীল ফুল দিয়ে পিপলের পূজা করুন এবং শনিদেবকে অর্পণ করুন।

কঠোর পরিশ্রম করেও ঘরে আশীর্বাদ আসে না, তাহলে প্রতি শুক্রবার দেবী লক💮্ষ্মীর পূজার পাশাপাশি অপরাজিতা ফুলের পূজা করুন।

পুজোর সময় অপরাজিতা ফুল নিবেদন করলে শনির অর্ধেক, ধৈয়া ও মহাদশার অশুভ ꦆপ্রভাব কমে যায় এবং শনিদেবও খুশি হন।

বুধবার দেবী দুর্গাকে ১১টি অপরাজিতা ফুল অর্পণ করুন। এটি করার মাধ্যমে, আপনি চাকরি প🍌াওয়ার ক্ষেত্রে দ্রুত💟 সাফল্য পেতে পারেন। 

মো✤ক্ষদা একাদশীর উপবাস এবং শ্রীকৃষ্ণকে অপরাজিতা নীল ফুল অর্পণ করলে দারিদ্র্য দূর হয়। TV9 বাংলাচ্যানেল ফলো করুন