5

Diabetes-Almonds: রোজ এই বাদাম ৬টা করে খেলে সুগারের বাড়বাড়ন্ত এক দিনেই বশ মানবে, পরখ করে দেখুন

Blood Sugar Level: অন্যান্য বাদামের তুলনায় আমন্ড অনেক বেশি স্বাস্থ্যকর। বিশেষত, যাঁদের ডায়াবেটিস রয়েছে, রোজ আমন্ড খাওয়া দরকার। আমন্ডের মধ্যে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্য়কর ফ্যাট, ভিটামিন ও মিনারেল রয়েছে। এসব পুষ্টি ডায়াবেটিসের রোগীদেরকে সুস্থ রাখতে সাহায্য করে।

Diabetes-Almonds: রোজ এই বাদাম ৬টা করে খেলে সুগারের বাড়বাড়ন্ত এক দিনেই বশ মানবে, পরখ করে দেখুন
Follow Us:
| Updated on: May 06, 2024 | 1:03 PM

ভারতকে ডায়াবেটিসে রাজধানী বললেও হবে না। এখন ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী। নেপথ্যে দায়ী অস্বাস্থ্যকর লাইফস্টাইল। আর যখন সুগার ধরা পড়েছে, জীবনধারায় বদল না এনেও কোনও উপায় নেই। এমনকি রোজ সুগারের ওষুধ খাওয়া ছাড়াও কোনও গতি নেই। তবে, ওষুধ ও স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার পাশাপাশি রোজ আমন্ড খেলে রক্তে শর্ক💙রার মাত্রা নিয়ন🎉্ত্রণে থাকতে পারে। সুগারকে বশে রাখার জন্য অনেকেই ঘরোয়া টোটকার খোঁজ করেন। সেক্ষেত্রে আমন্ড খেলেই কমবে রক্তে শর্করার মাত্রা।

অন্যান্য বাদামের তুলনায় আমন্ড অনেক বেশি স্বাস্থ্যকর। বিশেষত, যাঁদের ডায়াবেটিস রয়েছে, রোজ আমন্ড খাওয়া দরকার। আমন্ডের মধ্যে প্রোটিন, ফাইবা🐼র, স্বাস্থ্য়কর ফ্যাট, ভিটামিন ও মিনারেল রয়েছে𝓡। এসব পুষ্টি ডায়াবেটিসের রোগীদেরকে সুস্থ রাখতে সাহায্য করে।

মূলত, আমন্ডের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম ডায়াবেটিস ম্যানেজমেন্ট ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও আমন্ডের মধ্যে স্যাপোনিন, ফ্ল্যাভোনয়েড ও ফেনোলিকের মতো উপাদান রয়েছে, যা দেহে অ্যান্টি-ডায়াবেটিক উপাদান হিসেবে কাজ করে। এসব𒉰 বায়োঅ্যাক্টিভ যৌগ ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে, গ্লুকোজ ইউটিলাইজেশন উন্নত করতে এবং ইনসুলিন রেসিস্ট্যান্স কমাতে সাহায্য করে। এভাবেই আমন্ড রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে⛎ সাহায্য করে।

এই খবরটিও পড়ুন

আমন্🌳ডের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের অক্সিটেভিড স্ট্রেস কমায়। ফ্রি র‍্যাডিকেলের হাত থেকে শরীরকে রক্ষা করে। এতে ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগ ও স্নায়ুতন্ত্রের ক্ষতি এড়ানো যায়। তাছাড়া আমন্ডে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় সহজেই হার্টের সমস্যা প্রতিরোধ করা যায়। পাশাপাশি কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস এক ধরনের ক্রনিক অসুখ আর এই অবস্থায় দেহে মারাত্মক প্রদাহ তৈরি হয়। এক্ষেত্রে আমন্ড অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ হিসেবে ক🦹াজ করে এবং শারীরিক প্রদাহ কমায়।

দিনের যে কোনও সময় আপনি আমন্ড খেতে পারেন। খিদে পেলে স্ন্যাকস হিসেবে খেতে 🐽পারেন আমন্ড। সবচেয়ে ভাল হয়, যদি খালি পেটে আমন্ড খান। চেষ্টা করুন, সকালে খালি পেটে ভেজানো আমন্ড খাওয়ার। ৬-৮টি আমন্ড আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। পরদিন খোস𝓀া ছাড়িয়ে ওই ভেজানো আমন্ডগুলো খান। এতে নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করার মাত্রা।

মঞ্চে গান গাইতে-গ🐭াইতে নখ কাটলেন অরিজিৎ,♑ জুটল অপেশাদার তকমামঞ্চে গান গা
মঞ্চে গান গাইতে-গাইতে নখ কাটলেন অরিজিৎ, জুটল অপেশাদার তকমামঞ্চে গান গা
চিনের নতুন বিমানবাহী রণতরী, পিছিয়ে নেই ভারতও!
চিনের নতুন বিমানবাহী রণতরী, পিছিয়ে নেই ভারতও!
আগেই বিয়ে সারলেন আদৃত-কৌশাম্বী?
আগেই বিয়ে সারলেন আদৃত-কৌশাম্বী?
বাংলাতেও বের হবে 'পুষ💟্পা ২', কোন অভিনেতা🌌র কণ্ঠ শোনা যাবে সেখানে?
বাংলাতেও বের হবে 'পুষ্পা ২', কোন অভিনেতার কণ্ঠ শোনা যাবে সেখানে?
এপ্রিল 🦩জুড়ে তাপপ্রবাহ রাজ্যে, দুবাই-রাজস্থানকেও হার মানিয়ꩵেছে বাংলা
এপ্রিল জুড়ে তাপপ্রবাহ রাজ্যে, দুবাই-রাজস্থানকেও হার মানিয়েছে বাংলা
গায়ক একটি ছবি পোস্ট করেছেন সোশ্য়াল মিডিয়ায়, ক্যাপশনে লিখেﷺছেন, 'বিদায়'.
গায়ক একটি ছবি পোস্ট করেছেন সোশ্য়াল মিডিয়ায়, ক্যাপশনে লিখেছেন, 'বিদায়'.
গালে চুমু খেয়েছেন রচনা, তাই ধুতে চাইছেন না কে?
গালে চুমু খেয়েছেন রচনা, তাই ধুতে চাইছেন না কে?
ইউক্রেনে সেনা পাঠানোর কথা ঘোষণা করল কোনও দেশ!
ইউক্রেনে সেনা পাঠানোর কথা ঘোষণা করল কোনও দেশ!
বোসের বিরুদ্ধে অলআউট আক্রমণে ত🔜💯ৃণমূল, লড়াইয়ে থাকার বার্তা গভর্নরের
বোসের বিরুদ্ধে অলআউট আক্রমণে তৃণমূল, লড়াইয়ে থাকার বার্তা গভর্নরের
বেতন-পেনশন-ভাতার দাবিতে উত্তাল ফ্রান্স
বেতন-পেনশন-ভাতার দাবিতে উত্তাল ফ্রান্স